‘বঙ্গবাণী’ পত্রিকা ও বাংলা সাহিত্য
সারসংক্ষেপঃ
বহু পত্রিকার জন্ম ও মৃত্যুর সাক্ষী বাংলা সাময়িক পত্রের দুশো বছরের ইতিহাস। উনিশ শতকের পত্রিকাগুলি নবজাগৃত বাংলার সমাজ ও সাহিত্যকে দিশা দেখিয়েছিল। বিশ শতকের পত্রিকায় বিকশিত হয় নানা সাহিত্যিক প্রবণতা। ১৩২৮ বঙ্গাব্দে আশুতোষ মুখোপাধ্যায়ের প্রেরণায় রমাপ্রসাদ ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চেষ্টায় ‘বঙ্গবাণী’ পত্রিকার পথ চলা শুরু। বাংলা সাহিত্যের পাশাপাশি শিল্প সংস্কৃতি, সংগীত, ইতিহাস, কৃষি, অর্থনীতি, রাজনীতি, আইন, সাহিত্য সমালোচনা নিয়মিত প্রকাশিত হত। দেশি বিদেশি বিভিন্ন ব্যক্তিদের জীবনী, মতবাদ ছাপা হত। ‘সবুজপত্র’ এবং ‘কল্লোল’- এর মধ্যবর্তীপর্বে ‘বঙ্গবাণী’র প্রকাশ। ‘সবুজপত্র’, ‘নারায়াণ’ এবং ‘কল্লোল’ পত্রিকার বহু লেখক এখানে যেমন লিখেছেন তেমনি ভূপেন্দ্রনাথ দত্ত, বিপিনচন্দ্র পালের লেখা, চিত্তরঞ্জন দাশের অপ্রকাশিত গান প্রকাশিত হয়েছে ‘বঙ্গবাণী’তে। সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠি প্রকাশিত হয়। সামগ্রিক বাংলা জীবন সংস্কৃতিকে তুলে ধরতে সচেষ্ট ছিলেন ‘বঙ্গবাণী’ পৃষ্ঠপোষকেরা। ক্ষণস্থায়ী হয়েও ‘বঙ্গবাণী’ পত্রিকা সেকালে হয়ে উঠেছিল বাংলা সাহিত্য ও সংস্কৃতির যথার্থ মুখপত্র। গত শতাব্দীর কল্লোল পূর্বে বাংলা সাহিত্যচর্চা সহ সেকালের জীবনচেতনা ও ঘটনাবলির সামগ্রিক পরিচয় বহন করে ‘বঙ্গবাণী’।
সূচকশব্দঃ সাময়িকপত্র, বিজয়চন্দ্র মজুমদার’, ‘পথের দাবী’, ছিটে ফোঁটা, দ্বিজেন্দ্র সংগীত
https://doi.org/10.37948/ensemble-2020-0201-a003
Views: 5343