Pages Navigation Menu
eISSN 2582-0427 ||https://doi.org/10.37948/ensemble || Crossref Member || UGC-CARE Enlisted || Journal Impact Factor

বাঙালির সাংস্কৃতিক আত্মপরিচয়ের সংকট ও বাউল চেতনা

সারসংক্ষেপ
আত্মপরিচয়ের সংকট হলো ব্যক্তির এমন একটা অবস্থা, যেখানে ব্যক্তি নিজের সত্তা সম্পর্কে
অনিশ্চয়তা অনুভব করে এবং সেই সঙ্গে নিজের সামাজিক চাহিদা ও প্রত্যাশা পূরণের জন্য
সংগ্রাম করেও ব্যর্থ হয়। বাঙালির সাংস্কৃতিক আত্মপরিচয়ের মধ্যেও এই ধরনের সংকটবোধ
লক্ষ্য করা যায়। নিজের ঐতিহ্য সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান ও চর্চার ঘাটতির ফলে তৈরি হয়
আত্মপরিচয়ের সংকট। এই সংকট দূর করতে নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানা ও চর্চা
করা চাই। কিন্তু বাঙালির ‘চিন্তাহীনতা’-ই বাঙালি-সংস্কৃতির আত্মপরিচয় গঠনের প্রধান
অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। বাঙালির এই সাংস্কৃতিক আত্মপরিচয়ের সংকট থেকে মুক্তি পেতে
বাউলের গভীর মানবতাবাদী জীবনদর্শন কীভাবে সাহায্য করতে পারে, সেটাই আমাদের
আলোচ্য বিষয়। বাউলের দর্শন প্রকৃতপক্ষে আমাদের জীবনেরই দর্শন, যে দর্শন জাতি-ধর্ম-
বর্ণ-গোত্র-সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ না করে সবাইকে মনুষ্যত্বের আহ্বানে একত্রিত করে।
বাউল মতে, প্রথমে আত্মাকে জানতে হয়; চিনতে হয়। আত্মার মধ্যেই পরমাত্মার সন্ধান
পাওয়া যায়। নিজের আত্মাকে, মনকে শুদ্ধ করার মধ্য দিয়েই সকল প্রকার মঙ্গল নিহিত।
বাউলরা তাই মনের মানুষের সন্ধান করেন। সেই মনের মানুষ কোনো রক্ত-মাংসের মানুষ
নন, ‘ক্ষুদ্র আমি’র ভেতর লুকিয়ে থাকা ‘বড় আমি’, যে আমি ‘সর্ব আমি’র ভেতর বিস্তৃত।
আমাদের মতো জাগতিক মানুষের কাছে জগৎ-সংসার দুর্বোধ্য বলে প্রতীয়মান হয়। এই
দুর্বোধ্য রহস্যের কথাই বাউলরা সহজ ও সরল করে বুঝিয়ে দেন। জীবনের গভীরতা ও
অর্থবহতা অনুসন্ধানে বাংলার প্রকৃত সন্তান এঁরাই। বাঙালির সাংস্কৃতিক আত্মপরিচয়ের সংকট
থেকে উদ্ধার পেতে হলে এঁদের স্মরণ গ্রহণ করা আবশ্যকীয়।

Keywords: মানবতা, জীবনাচার, ঐতিহ্য, আত্মশক্তি, সাম্প্রীতি, জীবনদর্শন

https://doi.org/10.37948/ensemble-2021-0301-a025

Views: 537